প্রকাশিত: Wed, Dec 13, 2023 9:55 PM
আপডেট: Mon, Jan 26, 2026 3:36 AM

আজকের ভারত একাধিক জাতীয় রাষ্ট্রে বিখণ্ডিত হবে বলে অনেকে মনে করেন

শামসুদ্দিন পেয়ারা, ফেসবুক: হিন্দুত্বের জিগির তুলে না হয় আরো পঞ্চাশ বছর, কিংবা বড় জোর একশ' বছর। তারপর ভাষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, জীবনাচার ও অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যুকে কেন্দ্র করে আজকের ভারত একাধিক জাতীয় রাষ্ট্রে বিখণ্ডিত হবে বলে অনেকে মনে করেন। আমি তাদের একজন। সভ্যতার একটা পর্যায়ে এসে ভাষা ভূগোল সংস্কৃতি ও ঐতিহ্যভিত্তিক জাতীয়তাবোধ ধর্মীয় একাত্মবোধকে ছাড়িয়ে যায়। তখন ধর্ম এক হলেও রাষ্ট্র আর এক থাকে না। আরব দেশগুলোকে দেখুন। সবাই মুসলমান, তবু সবাই আলাদা। ইউরোপের দিকে তাকান। সবাই খ্রিস্টান, তবু সবাই আলাদা। উত্তর ও দক্ষিণ আমেরিকার সব রাষ্ট্র খ্রিস্টান, তবু সবাই আলাদা স্বাধীন রাষ্ট্র। ধর্ম দিয়েও রাষ্ট্র হয়, যদি সে রাষ্ট্র এক ভাষাভাষী জাতি নিয়ে গঠিত হয়। অতীতে মোটামুটি ভাষাভিত্তিক স্বাধীন জাতীয় রাষ্ট্র ছিলো, এবং এখনো জনসংখ্যা ও ভৌগলিক আয়তনের দিক দিয়ে জাতিরাষ্ট্র হিসাবে ভবধংরনষব তেমন জাতির সংখ্যা ভারতে কম করে হলেও দুই ডজন। হিন্দুত্বের বন্ধনে তারা আর কতদিন আবদ্ধ থাকতে পারবে সেটা রাষ্ট্রবিজ্ঞানিদের আগ্রহের বিষয়। খ্রিস্টান জার্মানির ভাষার সাথে খ্রিস্টান ফ্রান্স ও খ্রিস্টান রাশিয়ার ভাষার যতোটা দূরত্ব হিন্দু তামিলনাড়ুর ভাষার সাথে হিন্দু বাঙলা ও হিন্দু হরিয়ানার ভাষার দুরত্ব তার চেয়ে বেশি বই কম নয়। তবে নানা রাষ্ট্রের ঐক্যের নানা ফর্মুলা। ভারতের ক্ষেত্রেও তার একটা ফর্মুলাতো আছেই। সেটা আমরা বাইরে থেকে বুঝবো না।